নড়াইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু
নড়াইলে গত ২৪ ঘণ্টায় ১৯১ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। স্থগিত রয়েছে ২৬৯ জনের রিপোর্ট। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে লোহাগড়া ও কালিয়ায় চারজনের মৃত্যু হয়েছে।
জেলার হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে জেলার কালিয়া উপজেলার টোনা গ্রামের শওকত শেখ (৭০) নামের এক বৃদ্ধ ও একই উপজেলার মুলশ্রী গ্রামে শেখ সাইফুজ্জামান মিরাজ নামে আরও এক ব্যক্তির কালিয়া উপজেলা হাসপাতালে মৃত্যু হয়েছে।
এছাড়া লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার কোলাগ্রামের আহাদুজ্জামানের স্ত্রী জহুরণ নেছা (৫৫) ও লোহাগড়া পৌরসভার মোচড়া গ্রামের আদিত্য সরকার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৪ জন।
নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার জানান, নড়াইলে করোনা পরিস্থিতি দিন দিন মারাত্মকভাবে বাড়ছে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সামনের পরিস্থিতি আরও কঠিন হবে। তাই নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করতে হবে।