নড়াইলে গুলতি দিয়ে ২৫৬ পাখি হত্যা!
ঝুড়িভর্তি হরেক রকম পাখি। কিন্তু নেই কোনো কিচির-মিচির শব্দ। নিষ্প্রাণ পাখিগুলো পড়ে আছে ঝুড়ির মধ্যে। ২৫৬টি পাখিই হত্যা করেছে শিকারিরা।
গত বৃহস্পতিবার ঝুড়িভর্তি মৃত পাখিগুলো নড়াইলের লোহাগড়া উপজেলার ছাতড়া এলাকা থেকে জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাখি শিকারিরা।
স্থানীয়রা জানান, লোহাগড়া বাজার সংলগ্ন ছাতড়া গ্রাম থেকে দেশি জাতের পাখিগুলো গুলতি দিয়ে শিকার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপর গ্রামে পাখিদের তেমন আর কলকাকলি শোনা যাচ্ছে না বলে জানিয়েছেন ‘মানব উদ্ধার ও স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম’র চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম।
শিকার করা মৃত পাখিগুলোর মধ্যে রয়েছে শালিক, চড়ুই, ফিঙেসহ বিভিন্ন প্রজাতির ২৫৬টি পাখি। শিকারিরা পাখিগুলো বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, ‘মৃত পাখিগুলোকে জব্দ করা হলেও শিকারিরা পালিয়ে গেছে। তাদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। পাখিগুলো মাটিচাপা দেওয়া হয়েছে। এছাড়া পাখি শিকারের গুলতিসহ সরঞ্জাম জব্দ করা হয়েছে।’