নড়াইলে সরকারি ব্যয়ে সৌদি গমনেচ্ছু কর্মী বাছাই শুরু
নড়াইলে সরকার নির্ধারিত ব্যয়ে সৌদি গমনেচ্ছু কর্মী বাছাই কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে সরকার মনোনীত রিক্রুটিং এজেন্ট ম্যাক্স ম্যানেজমেন্ট সার্ভিসেস আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে প্রথম ধাপে মোট ৭৫ জনকে মনোনীত করে।
এ উপলক্ষে গতকাল বিকেলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, দালালের খপ্পরে পড়ে প্রতারণা বা হয়রানি ছাড়া বিদেশ গমনেচ্ছুকদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় স্বল্প ব্যয়ে সৌদি আরব পাঠাতে দেশব্যাপী পুরুষ কর্মী বাছাইয়ের অংশ হিসেবে নড়াইলে এ কার্যক্রম শুরু হয়েছে। সরকার মনোনীত রিক্রুটিং এজেন্ট ম্যাক্স ম্যানেজমেন্ট নির্ধারিত এক লাখ ৬৫ হাজার টাকায় মাসিক ৯০০ রিয়াল বেতনে ক্লিনার ভিসায় এসব অদক্ষ কর্মী নিয়োগ দিচ্ছে। যেখানে সুযোগ থাকছে ওভার টাইমেরও। প্রাথমিক পর্যায়ে দুই বছরের ভিসার চুক্তিবদ্ধ হলেও তা ১০ বছর পর্যন্ত নবায়নের সুযোগ থাকছে। নিয়োগপ্রাপ্তরা দুই বছর পর পর ছুটিকালীন বেতনসহ কোম্পানির খরচে এক মাসের ছুটি পাবেন। নড়াইলে আবেদনকারী ৮৫ জনের মধ্য থেকে প্রথম দিন ২১ থেকে ৩৫ বছর বয়সী শারীরিকভাবে যোগ্য ৭৫ জনকে বাছাই করা হয়। সৌদি কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তির আওতায় ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সারা দেশ থেকে প্রতি মাসে এক হাজার কর্মী নিয়োগ করা হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব আব্দুর মালেক, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ মো. শামিম হোসেন, ম্যাক্স ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেসের প্রোপাইটর মাহফুজুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন।