নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজ অধ্যক্ষ নিহত
নড়াইল সদরের তুলারামপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রওশন আলম (৫০) নামের এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রওশন আলম তুলারামপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি আশার আলো মহাবিদ্যালয়ের অধ্যক্ষের পদে কর্মরত ছিলেন।
অধ্যক্ষের ভাই জেলা পরিষদের সদস্য শরিফুল ইসলাম মুকুল জানান, গতকাল সকালের দিকে রওশন আলম তুলারামপুর সেতু সংলগ্ন পার্শ্ব সড়ক থেকে মোটরসাইকেলে হাইওয়েতে উঠছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। আহত রওশনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। ক্যাপশন