পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্জাকুল হাসান (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার জেলার দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়নের দণ্ডপাল প্রধানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
রাজ্জাকুল হাসানের বাড়ি দণ্ডপাল প্রধানপাড়ায়। তিনি ওই গ্রামের মৃত উবির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজ্জাকুল হাসান বাড়ির পাশে একটি ক্ষেতে সেচ দেওয়ার জন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় মোটরটি বিদ্যুতায়িত হয়ে যায়। পরে মোটরে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা রাজ্জাকুল হাসানকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বিদুৎস্পৃষ্ট হয়ে ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।