পটুয়াখালীর নিখোঁজ ৮ শ্রমিকের বাড়িতে শোকের মাতম
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মীরসরাইয়ে বালুর ড্রেজার ডুবে নিখোঁজ একই গ্রামের আট শ্রমিকের পটুয়াখালীর বাড়িতে চলছে শোকের মাতম।
স্বজনরা জানান, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বালুর ড্রেজারে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গতকাল ঝড়ের আগে তাদের সঙ্গে মোবাইল ফোনে কথা হলেও ঝড়ের কিছুক্ষণ পরে সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তাদের সঙ্গে থাকা অন্য শ্রমিকরা ফোন করে তাদের ড্রেজার দুর্ঘটনার কথা জানান। সেইসঙ্গে সবার নিখোঁজের কথাও জানানো হয়।
নিখোঁজ শ্রমিকরা হলেন- চর জৈনকাঠী গ্রামের একই বাড়ির চারজনের মধ্যে মো. আনিচ মোল্লার দুই ছেলে শাহিন মোল্লা (৩৫) ও ইমাম মোল্লা (২৫)। ওই বাড়ির আ. রহমান মোল্লার ছেলে তারেক মোল্লা (১৯) ও আবদুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা (২৫)।
এ ছাড়া ওই এলাকার অন্য এক বাড়ির মো. ইউসুফ হাওলাদারের ছেলে বশার হাওলাদার (৩৫), সেকান্দার হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদারসহ পাশের বাড়ির আ. রহমান ফকিরের ছেলে জাহিদ ফকির (২৮) ও নুরুল হক সরদারের ছেলে আলম সরদার (৪০)। এরা সবাই এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
স্বজন ও এলাকাবাসী নিখোঁজ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছে।
পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমরা খবরটি শুনে চট্টগ্রামের প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। নিখোঁজ শ্রমিকদের সবার পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।