পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি সীমা, সাধারণ সম্পাদক রুমা
পটুয়াখালী জেলা মহিলা দলের আফরোজা বেগম সীমাকে সভাপতি ও ফারজানা ইয়াসমিন রুমাকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস।
দীর্ঘ ১৮ বছর পর আজ বুধবার পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টার দিকে শহরের বধূয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন তালুকদার।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রী জীবা আমিনা আল গাজী।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ। অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি প্রমুখ। সম্মেলন সঞ্চালনায় ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেসমিন জাফর।
বিকেল ৩টায় সম্মেলন শেষে আফরোজা বেগম সীমাকে সভাপতি ও ফারজানা ইয়াসমিন রুমাকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি আফরোজা আব্বাস।
প্রধান অতিথির বক্তবে কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ সরকার ঘোষিত ১০ টাকার চাল ৮০ টাকায় কিনছে সাধারণ মানুষ। উন্নয়নের নামে খুন, ধর্ষণ, ডাকাতি ছাড়া জনগণ আর কিছুই পায়নি।’