পণ্য খালাস করে ভারতে ফেরা হলো না ট্রাকচালকের
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত পণ্য নিয়ে আসা প্রসেনজিত বসু (৩০) নামের এক ভারতীয় ট্রাকচালকের মৃত্যু হয়েছে। পণ্য খালাস করে ভারতে ফিরে যাওয়ার পথে আজ রোববার সকালে তিনি মারা যান।
নিহত ওই চালক ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানাধীন সাপানগর গ্রামের চিত্ত বসুর ছেলে।
বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, ভারতীয় ট্রাকচালক প্রসেনজিত গত বুধবার ভারত থেকে রাইস ব্রান্ড (চালের গুড়া) নিয়ে হিলি স্থলবন্দরে আসেন। গতকাল শনিবার বিকেলে বন্দরের অভ্যন্তরে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় উপস্থিত লোকজন তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে ভারতে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। আজ সকালে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিলিজ নিয়ে ভারতে যাওয়ার পথে চেকপোস্ট এলাকায় তিনি মারা যান।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার শামীম জানান, সকালের দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, ময়নাতদন্তের পর আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আজই লাশ ভারতের ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হবে। তবে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।