‘পদত্যাগ ছাড়া দেশের সংকট নিরসন হবে না’
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ছাড়া দেশের বিদ্যমান সংকটের নিরসন হবে না বলে মন্তব্য করেছে আব্বাসী-সেলিম নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।
আজ শুক্রবার এলডিপির জাতীয় কার্যনির্বাহী কমিটির এক বিশেষ বর্ধিত সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে দলের সভাপতি আব্দুল করিম আব্বাসীর সভাপতিত্বে মহাসচিব শাহাদাত হোসেন সেলিম লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়—গত ১৬ বছরে জনগণের প্রতিনিধিত্বকারী কোনো সরকার না থাকায় দেশের সার্বিক পরিস্থিতি নাজুক ও সঙ্কটজনক পর্যায়ে পৌঁছেছে। এভাবে একটি দেশ কোনো অবস্থাতেই চলতে পারে না।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়—জাতির এই মহাসংকট থেকে উত্তরণের একমাত্র পথ বর্তমান সরকারের অবিলম্বে পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ঘোষিত বাজেট প্রত্যাখ্যান করে সভায় বলা হয়, ‘এই বাজেট গতানুগতিক। এতে দরিদ্র জনগোষ্ঠী আরো দরিদ্র হবে এবং দুর্নীতিবাজদের দুর্নীতি করার আরও সুযোগ তৈরি হবে। এই বাজেট দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘২০ দলীয় জোট এবং তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে’ উল্লেখ করে বলা হয়, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার হবে।’
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুল গণি, মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সহসভাপতি ইব্রাহিম রৌনক, ডা. জাফর সিদ্দিক, মোড়ল আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, চাষী এনামুল হক, অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, এ. কে. এম. মহিউদ্দিন, এসএম বেলাল প্রমুখ বক্তব্য দেন।