পদোন্নতি পেলেন ৬৯ বিচারক
দেশের বিভিন্ন আদালতে দায়িত্বরত ১১ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ৫৮ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া এসব বিচারককে এরইমধ্যে বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে।
পদোন্নতি পাওয়া বিচারকদের আগামী ২৭ জুনের মধ্যে দায়িত্বভার বুঝিয়ে নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। আর প্রশিক্ষণ বা ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে রোববার পৃথক পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের স্বাক্ষরিত দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদোন্নতির তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করেই এই পদোন্নতি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নতুন ১১ জেলা ও দায়রা জজ
জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহানকে রংপুরের মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা জজ শাহানা হক সিদ্দিকাকে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক, নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুককে বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক, হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসানুজ্জামানকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক করা হয়েছে।
এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (অতিরিক্ত জেলা জজ) জাকির হোসেন খানকে পদোন্নতি দিয়ে একই কর্মস্থলে রাখা হয়েছে। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছাম্মত রোকশানা বেগম হেপিকে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমকে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক, নওগাঁর অতিরিক্ত জেলা জজ মো. মেহেদী হাসান তালুকদারকে পঞ্চগড়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা জজ সাবেরা সুলতানা খানকে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক এবং ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুর রহিমকে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে পদায়ন করা হয়েছে।
নতুন ৫৮ অতিরিক্ত জেলা ও দায়রা জজ
অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শামীমা পারভীনকে একই জেলার অতিরিক্ত জেলা দায়রা জজ, নেত্রকোনার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. বাহাউদ্দিন আহমেদকে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা বেগম নারগিস আক্তারকে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশিদকে বর্ডার গার্ড বাংলাদেশ ঢাকায় আইন কর্মকর্তা, রাজবাড়ীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. পারভেজ শাহরিয়ারকে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব শফিকুল ইসলামকে একই মন্ত্রণালয়ের উপসচিব, পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে হিসেবে পদায়ন করা হয়েছে।
ফরিদপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ শেখ মো. আমিনুল ইসলামকে একই জেলায় অতিরিক্ত জেলা দায়রা জজ, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুর রহমানকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, মৌলভীবাজারের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বাহাউদ্দিন কাজীকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, রংপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার উল্লাহকে একই জেলায় অতিরিক্ত জেলা দায়রা জজ, কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমকে একই জেলার অতিরিক্ত জেলা দায়রা জজ, রাজশাহীর যুগ্ম জেলা দায়রা জজ জয়ন্তী রানী দাসকে একই জেলার অতিরিক্ত মহানগর দায়রা জজ, সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মাসুদ পারভেজকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দীনকে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।
মাগুরার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হককে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চট্টগ্রামের যুগ্ম-মহানগর দায়রা জজ মোছা. বিলকিছ আক্তারকে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ, বরিশালের যুগ্ম জেলা দায়রা জজ বেগম শায়লা শারমিনকে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ঢাকার অর্থঋণ আদালতের বিচারক বেগম ফাহমিদা জাহাঙ্গীরকে যশোরের অতিরিক্ত জেলা দায়রা জজ, নেত্রকোনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. হারুন-অর-রশিদকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাগুরার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক বেগম সোহানী পষুনকে যশোরের অতিরিক্ত জেলা দায়রা জজ, দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডলকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা দায়রা জজ, মাদারীপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম ফারাহ মামুনকে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
ঝালকাঠির ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক শিহাবুল ইসলামকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মোস্তাফিজুর রহমানকে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, লক্ষীপুরের যুগ্ম জেলা দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদারকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বরগুনার যুগ্ম জেলা দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনকে কক্সবাজারের অতিরিক্ত জেলা দায়রা জজ, আইন কমিশনের লেজিসলেটিভ ড্রাফটসম্যান বেগম ফারজানা হোসেনকে স্বপদে, পাবনার যুগ্ম জেলা দায়রা জজ বেগম ইসরাত জাহান মুন্নিকে একই জেলার অতিরিক্ত জেলা দায়রা জজ, পাবনার যুগ্ম জেলা দায়রা জজ মো. লুত্ফুর রহমান শিশিরকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা দায়রা জজ, ফরিদপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক চৌধুরী মো. মাহবুবুর রহমানকে খুলনার অতিরিক্ত জেলা দায়রা জজ, ঢাকার যুগ্ম-মহানগর দায়রা জজ মইনুল হাসান ইউসুফকে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলামকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ সৈয়দ ওমর ফারুখ সুজনকে খাগড়াছড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ, রংপুরের যুগ্ম জেলা দায়রা জজ এস এম আহসানুল হক রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ফারহানা ইয়াছমিনকে একই জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোরশেদ আলমকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা দায়রা জজ, রাজশাহীর যুগ্ম-মহানগর দায়রা জজ বেগম শারমিন আক্তারকে একই জেলার অতিরিক্ত জেলা দায়রা জজ, সিলেটের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোয়াজ্জেম হোছাইনকে একই জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ঢাকার যুগ্ম জেলা দায়রা জজ উত্পল ভট্টাচার্যকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।
ময়মনসিংহের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনুল ইসলামকে একই জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল-মামুনকে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ, ঢাকা দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্টের রেজিস্ট্রার বেগম নাজিয়া নাহিদকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. কামরুল ইসলামকে গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, শেরপুরে যুগ্ম জেলা দায়রা জজ মো. কামাল হোসেনকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ, নোয়াখালীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. মহিন উদ্দিন হবিগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ, ঢাকার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জান্নাতুল আক্তার জাকে রাজবাড়ীর অতিরিক্ত জেলা দায়রা জজ পদে পদায়ন করা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের আইন কর্মকর্তা হুমায়রা তাসনিমকে স্বপদে, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোল্লা সাইফুল আলমকে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক বেগম সাবরিনা নার্গিসকে স্বপদে, মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. কেরামত আলীকে নড়াইলের অতিরিক্ত জেলা দায়রা জজ, কুমিল্লার যুগ্ম জলা ও দায়রা জজ সেলিনা আক্তারকে জেলার অতিরিক্ত জেলা দায়রা জজ, নাটোরের যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম রুবাইয়া ইয়াছমিনকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ঢাকার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফেরদৌস ওয়াহিদকে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, কিশোরগঞ্জের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মুর্শিদ আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন কর্মকর্তা, নওগাঁ জেলা ও দায়রা জজ মো. এস এম রেজাউল দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বরিশালের বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানকে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।