পদ্মাপাড়ে নির্মাণ হবে এশিয়ার সর্ববৃহৎ কনভেনশন সেন্টার : নূর-ই-আলম চৌধুরী
পদ্মাপাড়ে এশিয়ার সর্ববৃহৎ কনভেনশন সেন্টার নির্মাণ হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তিনি বলেছেন, ওই কনভেনশন সেন্টারে আন্তজার্তিক মেলা হবে। নিয়মিত দেশি-বিদেশি ইভেন্ট ও মিটিং হবে।
আজ শনিবার (১১ ফ্রেব্রুয়ারি) দুপুরে জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসার চারতলা ভবন উদ্বোধন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় চিফ হুইপ এসব কথা বলেন।
এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ আ. লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাজাহান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
চিফ হুইপ বলেন, ‘পদ্মা সেতুর কারণে শিবচরের ভৌগলিক গুরুত্ব অনেক বেড়েছে। অনেক মেগা প্রকল্প এখানে শুরু হয়েছে। পদ্মাপাড়ে কাঠালবাড়িতে আন্তজার্তিক মানের বঙ্গবন্ধু কনভেশন সেন্টার নির্মাণ করা হবে। এটি হবে এশিয়ার সর্ববৃহৎ কনভেনশন সেন্টার। এখানে আন্তজার্তিক মেলা হবে। দেশি-বিদেশি ইভেন্ট, মিটিং হবে নিয়মিত।’