পদ্মায় ফুটবল তুলতে গিয়ে নিখোঁজ দুই কলেজছাত্রের লাশ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরের আবেদের ঘাট এলাকায় পদ্মা নদীতে ফুটবল তুলিতে গিয়ে স্রোতের তোড়ে নিখোঁজ কলেজছাত্র ইউসুফ ও সামিরুলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। আজ বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করা হয়।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ জানান, আজ সন্ধ্যে সাড়ে ৬টার দিকে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরিকে শিক্ষার্থীদের ডুবে যাওয়া স্থান দেখানো হয়। এরপর তারা সেখান থেকেই দুজনের মরদেহে উদ্ধার করে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে স্রোতের তোড়ে নিখোঁজ হন কলেজছাত্র ইউসুফ ও সামিরুল।
মৃত কলেজছাত্ররা হলেন ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাবুল কবিরাজের ছেলে ইউসুফ আলী (১৯) ও একই গ্রামের সামিরুল ইসলাম সম্রাট (১৮)। তারা দুজনেই ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী জানায়, ইউসুফ ও সম্রাটসহ কয়েকজন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলছিলেন। এ সময় ফুটবলটি পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় সামিরুল ও সম্রাট নদীতে নেমে ফুটবল তুলতে যান। কিন্তু তারা পদ্মার প্রবল স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে। এরপর সন্ধ্যে সাড়ে ৬টার দিকে খুলনা থেকে আসা ডুবরিরা তাদের লাশ উদ্ধার করে।