পদ্মায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা
পদ্মা সেতু নয়, ঈদযাত্রায় এবার বিদ্যুতের খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা লেগেছে। এতে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙে গেছে।
গতকাল রোববার রাত আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরি ফরিদপুর। পদ্মা সেতুর কাছে নদীর মধ্যে বসানো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে ফেরিটির। এতে ওই ফেরির ঢাকনার কাছে থাকা একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙে চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্য যাত্রীদের মধ্যে।
যাত্রীরা জানান, ফেরিটি ঘাট ত্যাগ করার কিছুক্ষণ পরই পদ্মা সেতুর পাশে নদীর মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ওই সময় বাইরে বৃষ্টি হচ্ছিল, ফেরি কর্তৃপক্ষ কোনো লাইট জ্বালায়নি। এ ছাড়া কোনো সতর্ক করা হয়নি। যাত্রীরা বলেন, ‘ধাক্কা লাগার পর যখন ফেরির ঢাল হেলে পড়ছিল, তখন বেশ আতঙ্কে ছিলাম আমরা।’
বিআইডব্লিউটিসির বাংলাবাজার-মাঝিকান্দি ঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ বলেন, ‘ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটির সঙ্গে ফেরিটির ধাক্কা লেগেছে। এখন ফেরিটি নিরাপদে আছে।’
ফেরিটির কোনো ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে সালাউদ্দিন আহম্মেদ বলেন, ‘সেটা আমাদের মেরিন কর্মকর্তারা বলতে পারবেন।’