পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার অনুমতি প্রসঙ্গে যা বললেন সেতুমন্ত্রী
উদ্বোধনের পরপরই স্বপ্নে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়, যা আজ অবধি খোলা হয়নি। কবে থেকে মোটরসাইকেল চলার অনুমতি মিলবে তাও নিশ্চিত করা যাচ্ছে না। এমনকি, মোটরসাইকেল চলতে অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের আপাতত কোনো চিন্তাও নেই। খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
আজ সোমবার (৬ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ তথ্য জানান।
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে অনুমতি দিতে সরকারের চিন্তা আছে কিনা—প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের আপাতত কোনো চিন্তা নেই। পদ্মা সেতুতে মোটরসাইকেল আপাতত না। শান্তিতে আছে পদ্মা সেতু। আমরা এখন সড়ক শৃঙ্খলা নিয়ে কাজ করছি।’
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। তাদের আন্দোলন তর্জন-গর্জনেই সারা। তাদের আন্দোলনকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে দেখছে না।’
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধানের মধ্য থেকেই সমাধান বের করতে হবে। সংবিধান সংশোধন করে নতুন কিছু করার মতো এত বিপদে আওয়ামী লীগ পড়ে যায়নি।’
দেশের রাজনৈতিক আকাশের মেঘ কেটে যাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সংবিধানের মধ্য থেকেই সমাধান বের করতে হবে। বিএনপির উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয়, তাদের উদ্দেশ্যই হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হঠানো। তারা শেখ হাসিনাকে হটিয়ে অস্বাভাবিক কিছু একটা করতে চায়।’