‘পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সব মন্ত্রণালয়কে সম্মিলিতভাবে কাজ করতে হবে’
পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বিত যোগাযোগব্যবস্থা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সমন্বিত ব্যবস্থায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য সব মন্ত্রণালয়কে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ নগরীর কালিরবাজারে রেলস্টেশন এলাকায় আজ সোমবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে মিটারগেজ রেললাইনের সমান্তরাল ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনে গিয়ে এ কথা জানান খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘পদ্মা সেতু হচ্ছে আমাদের মডেল, যা ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে। ওপর দিয়ে আকাশপথে আমাদের বিমান যাবে, পদ্মা সেতু দিয়ে গাড়ি যাবে, রেল যাবে, নিচ দিয়ে নৌকা যাবে। আমরা এ ধরনের একটি সমন্বিত যোগাযোগব্যবস্থা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৈরি করেছি। এবং এ সমন্বিত ব্যবস্থায় যেন কোনো বাধা না হয়, সেজন্য আমরা রেলমন্ত্রীর সঙ্গে এখানে এসেছি। এ উদ্দেশ্যগুলো যেন ব্যাহত না হয়, সেজন্যই আমাদের এ পরিদর্শন।’
এ সময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘অতীতে বিভিন্ন সরকারের আমলে ভ্রান্ত নীতির কারণে রেল ও নৌ-পরিবহণ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। এ দুটি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্পসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে, এ দুই যোগাযোগ ব্যবস্থার অনেক সম্প্রসারণ হয়েছে। সমন্বিত ব্যবস্থাও সে অনুযায়ী কাজ করছে।’
রেলমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি ছাতার নিচে কাজ করছি, এখানে আলাদা কোনো বিষয় নেই। আপনারা জানেন যে, আমরা এরই মধ্যে একটি সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছি।’