পদ্মা সেতু দেখে তারা এখন লজ্জা পাবে : তথ্যমন্ত্রী
পদ্মা সেতুতে যারা অর্থায়ন বন্ধ করেছিল তারা এখন পদ্মা সেতু দেখে নিশ্চয় লজ্জা পাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। দেশি-বিদেশি বহু ষড়যন্ত্র হয়েছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে এ সেতু বাস্তবে রূপ নিয়েছে। বিএনপিনেতারা কখন পদ্মা সেতু দিয়ে গাড়ি চালিয়ে যাবেন, সেটির জন্য বসে আছি।
এ সময় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী, সফিউল ইসলাম মহিউদ্দিন, মনজুরুল আহসান বুলবুল, সেবিকা রানী এবং মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু একটি স্বপ্নের সেতু। প্রধানমন্ত্রী তাঁর ছোট বোনকে নিয়ে পদ্মা সেতুর এপাড় থেকে ওপাড়ে গাড়ি চালিয়ে গেছেন। সেখানে খুশিতে দুই কিলোমিটার হেঁটেছেন। গাড়িয়ে চালিয়ে ওপাড় থেকে এসেছেন, তার মানে পদ্মা সেতু হয়ে গেছে।
মন্ত্রী বলেন, বিএনপিনেতারা কখন পদ্মা সেতু দিয়ে গাড়ি চালিয়ে যাবেন, সেটির জন্য বসে আছি। কারণ তারা এই সেতু নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছেন। আরও অপেক্ষায় আছি, বিশ্ব ব্যাংকের যারা এই সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আমরা আশা করছি তারাও পদ্মা সেতু দেখে আসবে।
গণমাধ্যমকর্মী আইনে আইনমন্ত্রী সই করেছেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছি, রাষ্ট্রপতি অনুমোদন করলে সেটি সংসদে পাঠিয়ে দেব। এই মাসে শীতকালীন অধিবেশনে উপস্থাপন করা হবে। সংসদীয় কমিটি মতামত দেবে। গণমাধ্যমের সঙ্গে যুক্ত সবার জন্যই এই আইন। এই আইন গণমাধ্যমকর্মীদের সুরক্ষা দেবে।