পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আজ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মার্কিন যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সফরের উদ্দেশে আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ত্যাগ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানান।
ওই কর্মকর্তা বলেন, পররাষ্ট্রমন্ত্রী লস অ্যাঞ্জেলেসের প্যারিস শহরে নবনির্মিত একটি শহিদ মিনার উদ্বোধন করবেন। প্যারিসের সিটি কর্তৃপক্ষ ও প্রবাসী বাংলাদেশিদের যৌথ উদ্যোগে এ শহিদ মিনার নির্মাণ করা হয়েছে।
কর্মকর্তা বলেন, মন্ত্রী নিউইয়র্ক সফর শেষে ২৬ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন গত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, সফরকালে মোমেন সেখানে একটি পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ কর্নার উদ্বোধন করবেন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তৃতা করবেন।
সেহেলি জানান, মোমেন ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একাধিক বৈঠকে যোগ দেবেন।