পরাজিত হলে ইসি নিয়ে মিথ্যা বলা বিএনপির পুরোনো অভ্যাস : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচনে হেরে গেলে নির্বাচন কমিশন (ইসি) নিয়ে মিথ্যা বলা বিএনপির পুরোনো অভ্যাস।
আজ বুধবার দুপুরে নগরীর দারুল ফজল দলীয় কার্যালয়ে চট্টগ্রাম আওয়ামী লীগের এক সভায় যোগ দেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পরে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় হানিফ জানান, কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সমস্যা হলো যে, বিএনপি নির্বাচনে অংশ নেয় এবং নির্বাচনে পরাজিত হলেই তারা নির্বাচন ব্যবস্থা নিয়ে নানান কথা বলেন। এটা বিএনপির পুরোনো অভ্যাস। জয়লাভ করলেই নির্বাচন ভালো, পরাজিত হলেই নির্বাচন খারাপ। এটাই এখন বিএনপির মূলনীতি হয়েছে।’
সর্বশেষ ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচিত করপোরেশনের মেয়াদ শেষ হয় গত বছরের ৫ আগস্ট।
নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সে হিসাবে ইসির সিদ্ধান্ত অনুসারে ২৯ মার্চ এই সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
পরে ২৭ মার্চ নির্বাচনের ভোট গ্রহণের জন্য দিন দেয় ইসি।