পরী মণির মাদক মামলা স্থগিত, সাক্ষ্যগ্রহণ পেছাল
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত থানায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। বিচারক পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই আদেশ দেন।
পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ বিষয়ে এনটিভি অনলাইনকে বলেন, আপিল বিভাগ থেকে মামলাটির ওপর ৬ মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে সেই আদেশের কপি এখনো পাওয়া যায়নি। উচ্চ আদালতের আদেশ দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করা হয়েছে। এজন্য আদালত সাক্ষ্যগ্রহণ পিছিয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ দাখিলের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি ধার্য করেন।
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরী মণির বাসায় অভিযান চালায় র্যাব। দাবি করা হয়, ওই সময় বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। একই বছরের ৪ অক্টোবর আদালতে পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।