পরী মণি ধর্ষণচেষ্টার অন্যতম আসামি অমির নয় সহযোগী গ্রেপ্তার
চিত্রনায়িকা পরী মণি ধর্ষণচেষ্টা মামলার অন্যতম আসামি তুহিন সিদ্দিকী অমির মালিকানাধীন জনশক্তি রপ্তানির কার্যালয় থেকে তার নয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় অমির ব্যবহার করা চারটি বিলাসবহুল গাড়ি, ২২টি হার্ডডিস্ক, জমির দলিল, ৩৯৫টি পাসপোর্টসহ বেশকিছু মালামাল জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) ওমর ফারুক।
ওমর ফারুক বলেন, শাহীন আলম নামের এক ব্যক্তির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা বিদেশগামী সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করতেন। বিভিন্ন দেশের পাঠানোর নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলেও দাবি করেন এই সিআইডি কর্মকর্তা।