পর্যটকদের পদচারণায় মুখরিত সুন্দরবন
বড়দিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত সুন্দরবন। বড়দিনসহ টানা তিনদিনের ছুটিতে দেশের বিভিন্নস্থান থেকে সুন্দরবন ভ্রমণে ছুটে আসছে দর্শনার্থীরা।
সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, দুদিন সাপ্তাহিক ছুটির সঙ্গে বড়দিনের সরকারি ছুটি যুক্ত হওয়ায় সুন্দরবনে পর্যটকদের আগমন বেড়েছে। এর আগে বিগত দিনগুলোতে কয়েকশ করে পর্যটক এলেও তিন দিনের ছুটিতে তা অনেক বেড়েছে। এই ছুটির প্রথম দিন শুক্রবার দেড় হাজার, শনিবার দুই হাজার ও রোববার দুই হাজারের বেশি পর্যটক এসেছে করমজলে। এ ছাড়া টানা তিন দিনের ছুটি উপভোগে অনেকেই আবার লঞ্চে করে প্যাকেজ ভ্রমণ করছে বনের হাড়বাড়ীয়া, নীলকমল, কটকা, কচিখালী, দুবলার চর, আন্ধারমানিক ও আলীবান্ধা পর্যটন স্পটে।
আজাদ কবির বলেন, একদিকে বড়দিনের ছুটি, অন্যদিকে পর্যটনের ভরা মৌসুম চলছে এখন। আর এখন শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ, তাই এই সময়ে পর্যটকের ভিড়ও হয়ে থাকে তুলনামূলক বেশি। শীত মৌসুমে বিশেষ করে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পর্যটকদের আগমনে উৎসবমুখর থাকবে পুরো সুন্দরবন।