পর্যটনের বিকাশে বেসরকারি খাতকে জায়গা দিতে হবে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে পর্যটনের বিকাশ ও উন্নয়নে বেসরকারি খাতকে কাজ করার জন্য জায়গা করে দিতে হবে।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ট্যুরিজম মাস্টারপ্ল্যান নিয়ে আয়োজিত এক সেমিনারে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। এসময় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, পর্যটনশিল্পের বিকাশে বেসরকারি খাত এগিয়ে এলে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা দেবে। আমাদের পর্যটন স্পটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা এবং স্পটগুলো পরিচ্ছন্ন রাখতে পারলে অনেকেই দেশে ঘুরতে আসবে।
পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, পর্যটনের উন্নয়নে সরকার মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছে। আমরা কক্সবাজারের রানওয়ে বড় করছি। সব বিমানবন্দর উন্নয়নে কাজ চলছে। আমাদের বিমানবন্দর সুইজারল্যান্ডের বিমানবন্দরের মতো হবে। লন্ডনের হিথ্রোর একজন যাত্রী বাংলাদেশে এসে দেখবে হিথ্রোর চেয়েও এ দেশের বিমানবন্দর সুন্দর।