পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ১৮০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০০ কার্টনে করে এক টন তথা এক হাজার কেজি আম হস্তান্তর করা হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আম গ্রহণ করেন কলকাতায় বাংলাদেশ দূতাবাসের থার্ড সেক্রেটারি শেখ মারেফাত তরিকুল ইসলাম ও প্রটোকল অ্যাসিস্ট্যান্ট আজিজুল আলম। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ।
এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গণ্যমান্যদের জন্য উপহার হিসেবে আম্রপালিসহ বিভিন্ন জাতের ৮০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৬০ কার্টনে করে আমগুলো ভারতের ত্রিপুরা রাজ্যে পাঠানো হয়।