পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন সড়কে আহত যুবক
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছিলেন মোহাম্মদ রিফাত (২০)। পাঁচদিন পর আজ রোববার ঈদের দিনেই মারা গেলেন তিনি। রিফাত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার রিফাতসহ আরও দুজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় মিনি ট্রাকের মুখোমুখি হলে আহত হন তাঁরা। আহত অন্য দুজন একই এলাকার জামাল হোসেনের ছেলে মোহাম্মদ ইমান শরীফ (২৩) ও গোলাম নবীর ছেলে আনোয়ার হোসেন।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিন বন্ধু মোটরসাইকেলে পদুয়া তেওয়ারিহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় টংকাবতী সড়কের চরম্বা নয়াবাজারের বড়ুয়া পাড়ারটেক এলাকায় পৌঁছালে মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিফাত গুরুতর আহত হন। মোটরসাইকেল আরোহী অন্য দুজনও আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেন। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রিফাতকে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান রিফাতের স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তাঁর মৃত্যু হয়। প্রায় এক মাস আগে রিফাত ওমান থেকে দেশে ফিরেছেন।