পাকিস্তানের সঙ্গে জাহাজ ক্রয় সংক্রান্ত চুক্তি বাতিলের সিদ্ধান্ত
পাকিস্তানের সঙ্গে জাহাজ ক্রয় সংক্রান্ত চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। চুক্তি হওয়ার পর ৩৩ বছর পেরিয়ে গেলেও দুটি কন্টেইনার জাহাজ সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় দ্বিপক্ষীয় এ চুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাকিস্তান থেকে দুটি কন্টেইনার কিনতে ১৯৮৮ সালের ১৩ অক্টোবর মন্ত্রিসভা পাকিস্তানের সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছিল। কিন্তু আজ পর্যন্ত পাকিস্তান জাহাজ দুটি দিতে পারেনি। আমরাও তাদেরকে টাকা দেইনি। চু্ক্তিটি এতদিন হওয়ার পরেও কিছু হয়নি বলে মন্ত্রিসভা চুক্তিটি বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।