পাটুরিয়ায় ফেরি কাত হয়ে একাধিক পণ্যবাহী যান পদ্মায়, চলছে উদ্ধার
মানিকগঞ্জের পাটুরিয়ায় পাঁচ নম্বর ঘাটে ‘আমানত শাহ’ নামের একটি রো রো ফেরি যানবাহনসহ আংশিক ডুবে গেছে। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে পাটুরিয়ায় ফেরিঘাটে নোঙর করে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই এক পাশে কাত হয়ে ধীরে ধীরে ফেরিটির অর্ধেক ডুবে যায়।
হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ফেরিতে থাকা ট্রাক ও কাভার্ডভ্যানের চালক বা সহকারীদের কেউ যানবাহনের ভেতর আটকা পড়ার আশঙ্কা রয়েছে।
মানিকগঞ্জ শহর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘ট্রাক ও কাভার্ডভ্যান মিলিয়ে ১৭টি পণ্যবাহী যানবাহন নিয়ে ফেরিটি আংশিক ডুবে গেছে। উদ্ধার অভিযান চলছে।’