পাবনায় অটোচালককে পায়ের রগ ও গলা কেটে হত্যা
পাবনার সাঁথিয়ায় ব্যাটারিচালিত এক অটোবাইকচালককে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বহলবাড়িয়া মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় সেলিম হোসেনকে হত্যা করে লাশ ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাকে হত্যার পর ব্যাটারিচালিত অটোবাইকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
নিহত ওই অটোবাইকচালকের নাম সেলিম হোসেন (২৫)। তিনি আতাইকুলা থানার গোসাইপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে অটোবাইক নিয়ে বের হওয়ার সময় তিনি বলেছিলেন একটি রিজার্ভ ভাড়া নিয়ে যাচ্ছেন। রাত ৯টা নাগাদ বাড়ি না ফেরায় তার মোবাইল ফোনে বারবার কল করা হয়। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সব আত্মীয়স্বজনের বাড়িতেও খোঁজ নেয় তারা। আজ সকালে আবারও খোঁজাখুঁজি শুরু করে পরে পুলিশের মাধ্যমে জানতে পারে তার লাশ পাওয়া গেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, আজ সকালে বহলবাড়িয়া মাঠে কাজ করতে এসে এক যুবকের লাশ দেখতে পায় কৃষি শ্রমিকরা। এরপর তারা পুলিশে খবর দেয়। খবর পাওয়ার পর পরই ফোর্সসহ তিনি ঘটনাস্থলে যান।
ওসি আরও জানান, নিহত সেলিম হোসেনের হাত-পায়ের রগ ও গলা কাটা ছিল। তার ব্যবহৃত মোবাইল ফোন ও অটোবাইকটি পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।