পাবনায় খালে ডুবে দুই শিশুর মৃত্যু
পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের মনোহরপুর বড় ব্রিজ সংলগ্ন খালের পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো মনোহপরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে স্কুলছাত্র জুয়েল রানা (১৩) ও জিয়াউর রহমানের ছেলে স্কুলছাত্র জেহাদ হোসেন (১৩)।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য একরাম হোসেন দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আজ দুপুরে জুয়েল ও জেহাদ খালের পাড় থেকে পানির মধ্যে লাফ দিয়ে খেলা করছিল। হঠাৎ স্রোতের পাকে পড়ে যায় একজন। আরেকজন তাকে উদ্ধারে হাত বাড়িয়ে টান দেওয়ার চেষ্টা করলে সেও ওই পাকের মধ্যে পড়ে ডুবে যায়। খালের উপরে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় প্রায় অর্ধশতাধিক মানুষ খালের ১০ ফুট গভীর পানির মধ্যে নেমে তল্লাশি শুরু করে। ঘটনার দেড় ঘণ্টা পর জেহাদকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর অনেক খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে ৩টার দিকে জুয়েলকে উদ্ধার করে স্থানীয়রা। তাকেও দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা রায়হান আলী, আওয়াল হোসেন ও এনছের আলী জানান, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ছয়জন কর্মী ঘটনাস্থলে এসেছিল। কিন্তু তারা বাচ্চা দুটি উদ্ধারে কোনো হাত বাড়াননি। উদ্ধার হওয়ার পর তারা চলে যায়।
স্থানীয়দের অভিযোগ, তাদের নিয়মতান্ত্রিক তৎপরতা থাকলে হয়তো শিশু দুটি প্রাণে বাঁচতে পারত।