পাবনায় পক্ষকালব্যাপী বইমেলা
পাবনায় ‘মানবিক সমস্ত কিছুর প্রতি আমরা দায়বদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে পক্ষকালব্যাপী একুশে বইমেলা।
গতকাল রোববার সন্ধ্যায় পাবনার স্বাধীনতা চত্বরে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, কলামিস্ট ও ভাষাসৈনিক রণেশ মৈত্র।
একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দীন প্রধান, একুশে বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী বিশ্বাস ও প্রবীণ রাজনীতিবিদ সুলতান আহম্মেদ বুড়ো, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বেলায়েত আলী বিল্লু।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০ পর্যন্ত মেলা প্রাঙ্গণ বইপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। এবারে মেলায় ৩৫টি স্টল বসেছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা চলবে অনুষ্ঠানে। তবে মেলা প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে প্রবেশের জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।