পাবনায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সিসটেম ও আইসিইউ চালু
তরল অক্সিজেন বরাদ্দ পাওয়ায় অবশেষে পাবনা জেনারেল হাসপাতালে চালু হয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সিসটেম ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।
আজ শনিবার সকালে হাসপাতাল চত্বরে নবনির্মিত অক্সিজেন ট্যাংকারে অক্সিজেন পূর্ণ করার পর এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এখন করোনা আক্রান্তসহ যেকোনো মুমূর্ষু রোগী পাবনাতেই আইসিইউ, ভেন্টিলেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার মাধ্যমে উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, তরল অক্সিজেন না থাকায় সব ধরনের সুযোগ থাকা সত্ত্বেও পাবনা হাসপাতালে উচ্চ প্রবাহের অক্সিজেন ও আইসিইউ সেবা পাচ্ছিল না রোগীরা। প্রতিদিন অক্সিজেনের অভাবে মারা যাচ্ছিল সংকটাপন্ন রোগীরা।
এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে আজ তরল অক্সিজেন পাঠায় ঠিকাদারি প্রতিষ্ঠান।
কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ও চার শয্যার আইসিইউ সেবা চালু হওয়ায় এখন থেকে পাবনাতেই উন্নত সেবা পাবেন রোগীরা।
পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. জাহেদী হাসান রুমি এ সময় উপস্থিত ছিলেন।