পাবনায় ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৮
পাবনায় দিন দিন করোনা সংক্রমণের হার বাড়ছে। ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু এবং নতুন করে ৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় পাবনায় এক হাজার ৫০৭ জনের করেনা পরীক্ষা করে ৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ সময় পাবনা জেনারেল হাসপাতালে ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনের মৃত্যু হয়েছে।
এদিকে, আজ দুপুরে পাবনা জেলা পুলিশের উদ্যোগে জনসাধারণের সচেতনতা বাড়াতে মাস্কআপ কর্মসূচি উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। এই কর্মসূচির মাধ্যমে সাধারণকে মাস্ক প্রদান ও করোনা সচেতনতায় উদ্বুদ্ধ করা হবে।
পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।