পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা আজ শুক্রবার সকাল ১১টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করেন।
পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমনসহ ক্লাবের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মির্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ, সাবেক সভাপতি রুমী খন্দকার, সহসম্পাদক আহমেদ হুমায়ুন কবীরন তপু, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শুশিল তরফদার, কল্যাণ সম্পাদক সারোয়ার উল্লাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, দপ্তর সম্পাদক মো. মোখলেছুর রহমান বিপ্লব, নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভার শুরুতে ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ শোক প্রস্তাব পাঠ করেন। পরে তিনি দ্বিবার্ষিক প্রতিবেদন, অর্থ সম্পাদক সুশীল তরফদার দ্বিবার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদন নিয়ে সবিস্তার আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।
এ ছাড়া আগামী ছয় মাসের মধ্যে পাবনা প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনীর জন্য বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত নেওয়া হয়।