পার্বতীপুরের ৪ রুটে বাস চলাচল বন্ধ
দিনাজপুরের পার্বতীপুর থেকে চার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পৌরসভা নির্বাচনী সহিংসতায় উপজেলা মোটর পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. ফায়জার রহমানকে কুপিয়ে জখম করা হয়েছে বলে দাবি সংগঠনের নেতৃবৃন্দর। এর প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। জানা গেছে, ফায়জার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মেনহাজুল হকের খালাতো ভাই।
স্থানীয়রা জানায়, ফায়জার রহমানকে ২৪ অক্টোবর রাত ১১টার সময় পার্বতীপুর উপজেলার গুলপাড়া মোড় এলাকায় হেলমেট বাহিনীর সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁর স্বজনরা হলদিবাড়ি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে ওই হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
পরে পার্বতীপুর-দিনাজপুর, পার্বতীপুর-রংপুর, পার্বতীপুর-নীলফামারী, পার্বতীপুর-ফুলবাড়ি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা জানান, পার্বতীপুর উপজেলা পরিবহন মালিক গ্রুপ এবং মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের নিয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নির্বাচনী সহিংসতার বিষয়টি থানায় অবহিত করা হয়েছে।
এদিকে, পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মো. ফায়জার রহমানকে জখমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।’