পার্বত্য এলাকার জীববৈচিত্রে পরিবর্তন এসেছে : আরণ্যক ফাউন্ডেশন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আরণ্যক ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, পার্বত্য এলাকার জীববৈচিত্রে পরিবর্তন এসেছে। জুম চাষের আবর্তকাল কমে যাওয়াতে মাটির উর্বরতা শক্তিও কমে যাচ্ছে। ফলে স্থানীয়রা জুম চাষের নতুন জমির সন্ধানে ছুটছে।
‘একটাই পৃথিবী : প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’, বিশ্ব পরিবেশ দিবস-২০২২-এর এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ সেমিনারের আয়োজন করা হয়। গতকাল বুধবার আরণ্যক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পার্বত্য এলাকার রাইংখ্যং সংরক্ষিত বনের চারপাশে বসবাসকারীদের পুনরুদ্ধারে কী ধরণের ব্যবস্থা নেওয়া যায় তা নিরুপণ করতে আরণ্যক ফাউন্ডেশন একটি পরিকল্পনা তৈরি করছে। বান্দরবানের রোয়াংছড়িতে প্রতিবেশ পুনরুদ্ধারের একটি পাইলট প্রকল্পও আরণ্যক বাস্তবায়ন করছে।
আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাকিবুল হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ফরেস্ট ল্যান্ডস্কেপ রেস্টোরেশন স্পেশালিস্ট ড. মহা. আব্দুল কুদ্দুস। আলোচনা করেন সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, এফএও বাংলাদেশ’র এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইউনিট-এর টিম লিডার ড. ক্রিস্টেফার জনসন এবং বিশ্বব্যাংকের সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট ড. ইশতিয়াক সোবহান।
সেমিনারে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম কয়েক দশক আগেও জীববৈচিত্র্য সমৃদ্ধ ছিল। কিন্তু, জনসংখ্যা বৃদ্ধির ফলে তাদের প্রথাগত চাষাবাদ পদ্ধতি যা জুম চাষ হিসেবে পরিচিত তার আবর্তকাল ২০ বছর থেকে পাঁচ বছরে নেমে আসাতে জুম চাষ আর টেকসই চাষাবাদ পদ্ধতি হিসেবে বিবেচিত হতে পারছে না। জুম চাষের আবর্ত কাল কমে যাওয়াতে মাটির উর্বরাশক্তিও কমে যাচ্ছে। ফলে স্থানীয়রা জুম চাষের নতুন জমির সন্ধানে ছুটছে।
জুম চাষের পাশাপাশি উন্নয়নের জন্য সড়ক ও অন্যান্য স্থাপনা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্বত্য চট্টগ্রামকে বিভিন্ন ফল ও কফি উৎপাদনের উৎকৃষ্ট স্থান মনে করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্থানীয় জনগোষ্ঠীকে ফলের চারা বিতরণ করে তা লাগানোর জন্য উৎসাহিত করছে।
পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার পাশাপাশি বনের প্রতিবেশ সেবা থেকে স্থানীয়রা বঞ্চিত হচ্ছে। এ জন্য প্রয়োজন স্থানীয় জনগণের সম্পৃক্ততায় বন ও প্রতিবেশ পুনরুদ্ধার।