পিএসসিতে নতুন ৪ সদস্যের শপথগ্রহণ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সম্প্রতি নিযুক্ত হওয়া চার সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই সদস্যরা হলেন—মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, হেলালুদ্দিন আহমেদ, ড. মোছাম্মৎ নাজমানারা খানুম ও মোহা. শফিকুল ইসলাম। আজ (১৭ মে) বুধবার পিএসসির বিজ্ঞপ্তিতে শপথগ্রহণের এ তথ্য জানানো হয়।
এদিন বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন। এ ছাড়া কমিশনের সদস্যরা ও কমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।