পিরোজপুরের চার পৌর এলাকায় লকডাউন শুরু
নভেল করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি সামাল দিতে আজ শনিবার ভোর থেকে আগামী সাত দিনের জন্য পিরোজপুরের চার পৌর এলাকায় লকডাউন শুরু হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে লকডাউনের ঘোষণা দেওয়া হয়।
তবে, লকডাউন ঘোষণা করা হলেও পরিস্থিতি প্রায় আগের মতোই রয়েছে। অধিকাংশ দোকানপাটই খোলা। শহরে রিকশা ও অটোরিকশা চলাচলও প্রায় স্বাভাবিক।
পিরোজপুরে গত এক মাসে ২৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে, গত এক সপ্তাহে এ পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। গত এক সপ্তাহে ৪১১ জনের নমুনা পরীক্ষায় ১৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার দুই জন। সুস্থ হয়েছে ১৬৩৮ জন, আর মারা গেছে ৩৩ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার শতকরা ৩৬ দশমিক ৯৮ শতাংশ।