পিরোজপুরে কুপিয়ে যুবলীগনেতার হাত বিচ্ছিন্ন
পিরোজপুর সদর উপজেলায় নাদিম খান (২৫) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মাসুদ শেখ (৩৫) নামের আরও একজন আহত হয়েছেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদান করায় এ হামলা চালানো হয় বলে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান।
আহত নাদিম সদর উপজেলার তেজদাসকাঠী এলাকার নজরুল ইসলাম খানের ছেলে এবং আহত মাসুদ শেখ উত্তর কদমতলা এলাকার আবদুর রহিম শেখের ছেলে।
আহত মাসুদ শেখ অভিযোগ করে বলেন, ‘গতকাল বুধবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সদর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা ছিল। সেই সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খানের নেতৃত্বে যোগদান করি। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিহাব হোসেন লোকজন নিয়ে হামলা চালান।’
কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খানের দাবি, ‘স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের লোকজন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা সফল করার জন্য যোগদান করে। বুধবার লোক বেশি থাকায় হামলা করতে পারেনি। তাই আজ বাড়িতে বাড়িতে গিয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শিহাবের লোকজন হামলা চালিয়ে কুপিয়ে নাদিমের হাত বিচ্ছিন্ন করেছে। এ ছাড়াও তাঁর শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর খুলনায় পাঠানো হয়েছে।’
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, দুজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজনের হাত বিচ্ছিন্ন থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। আহত নাদিমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।