পিরোজপুরে চতুর্থ দিনও ঘোরেনি বাসের চাকা
চালক মারধরের ঘটনায় পিরোজপুরে বন্ধ বাসের চাকা চতুর্থ দিনও ঘোরেনি। এতে পাঁচটি রুটে দেখা দিয়েছে অচলাবস্থা। ভোগান্তিতে পড়েছেন শতশত যাত্রী।
গত ৪ জানুয়ারি ঝালকাঠি বাস টার্মিনালে পিরোজপুরের এক বাস চালককে আটকে রেখে মারধর করে অপর এক পরিবহনের চালক। পরদিন পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রো বাস শ্রমিক ইউনিয়ন পাঁচ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে খুলনা,বরিশাল, ঝালবাঠি, বরগুনা, পটুয়াখালী রুটে চলাচলকারী যাত্রী পড়েছেন বিপাকে।
সমস্যার সমাধানে আজ শনিবার সকাল ১০ টায় এ বিষয়ে আলোচনায় বসার কথা থাকলেও তা বর্জন করে ঝালকাঠি সমিতি। আগামী সোমবার ঝালকাঠি সমিতির নির্বাচনের পর আলোচনায় বসবেন বলে জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ। ফলে সহসাই ঘটনার সমাধান হচ্ছে না বলে জানায় পিরোজপুরের শ্রমিক নেতারা।