পিরোজপুরে টানা পঞ্চম দিনেও বন্ধ বাস চলাচল
বাসচালক মারধরের ঘটনায় পিরোজপুরে পঞ্চম দিনের মতো পাঁচ রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। কবে থেকে ঘুরবে বাসের চাকা, বলতে পারছেন না পরিবহণ সংশ্লিষ্টরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অন্য জেলায় যেতে খুঁজতে হচ্ছে বিকল্প ব্যবস্থা।
অনির্দিষ্টকালের জন্য বাস সচল করতে আলোচনার কথা ছিল গতকাল শনিবার। তবে তা আর এগোয়নি। ঝালকাঠি সমিতি মিটিং বর্জন করায় সহসাই ঘটনার সমাধান হচ্ছে না বলে জানান পিরোজপুরের শ্রমিক নেতারা।
গতকাল ঝালকাঠি সমিতির নেতৃবৃন্দ জানান, আগামী ১০ জানুয়ারি সমিতির নির্বাচনের পর তারা আলোচনায় বসবেন।
গত ৪ জানুয়ারি ঝালকাঠি বাস টার্মিনালে পিরোজপুরের এক বাসচালককে আটকে রেখে মারধর করে হাজী পরিবহণের চালক। পরদিন পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রো বাস শ্রমিক ইউনিয়ন খুলনা, বরিশাল, ঝালবাঠি, বরগুনা ও পটুয়াখালী এ ৫টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।