পিরোজপুরে নতুন আক্রান্ত ৮৪, সাতজনের মৃত্যু
পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় ১৫৯টি নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে তিনজন এবং গত ৪৮ ঘণ্টার হিসাবে আরও চারজনসহ সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে জেলায় ভ্রাম্যমাণ আদালত ২৮টি মামলা করে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
আজ মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
শহরে ষষ্ঠ দিনের কঠোর বিধিনিষেধে বিপণিবিতান, গণপরিবহণ বন্ধ থাকলেও জনসাধারণকে ঘরে আটকানো যাচ্ছে না। গ্রামের বাজারগুলোতে মানা হচ্ছে না কোনো বিধিনিষেধ। নেই স্বাস্থ্যবিধি মানার বালাইও।
আজ পিরোজপুর জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ জন করোনা রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে জেলা হাসপাতালে ৪৪ জন, ভাণ্ডারিয়ায় ১২ জন, নাজিরপুরে ছয়জন, নেছারাবাদে চারজন এবং কাউখালীতে তিনজন করোনায় আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।
সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৯টি নমুনা পরীক্ষা করে ৮৪ জনকে পজিটিভ পাওয়া গেছে। করোনা শনাক্তের হার ৫২ দশমিক ৮৩ শতাংশ।
জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলা হাসপাতালেও রোগীদের কিছুটা চাপ রয়েছে তবে আমাদের সেন্টাল অক্সিজেনসহ পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রয়েছে।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, সকাল থেকেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে থেকে যৌথভাবে কাজ করে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভ্রাম্যমাণ আদালত ২৮টি মামলা করে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা চলমান রয়েছে।