পিরোজপুরে নুসরাতের দায়ের আঘাতে সাগর আহত
পিরোজপুরে নুসরাত ফারিয়া নামের এক তরুণীর দায়ে আঘাতে সাগর খলিফা (৩৫) নামের এক যুবক আহত হয়েছে। আজ রোববার জেলার পৌর শহরের ভাইজোড়া দক্ষিণ নামাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাগর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ফুলঝুড়ি এলাকার আব্দুল আজিজ খলিফার ছেলে।
আহত সাগর অভিযোগ করে জানান, বেশ কয়েক বছর আগে জেলা সদরের দক্ষিণ নামাজপুর এলাকার নুসরাত ফারিয়ার সঙ্গে সাগরের পরিচয় হয়। সেই পরিচয়ের সম্পর্কটি প্রেমে গড়ায়। প্রেমের সূত্র ধরে ফারিয়া তাঁর ভাইকে বিদেশ পাঠানোর কথা বলে সাগরের কাছ থেকে ২০ লাখ টাকা ধার নেন। নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ না করায় সম্পর্ক মামলায় গড়ায়। একপর্যায়ে গিয়ে মীমাংশা হয়। মেয়ে পুনরায় ছেলের সেঙ্গে যোগাযোগ করতে চাইলে ছেলে তাতে সাড়া দেয়নি।
সাগর দাবি করেন, আজ ভাইজোড়া দক্ষিণ নামাজপুর এলাকায় তিনি তাঁদের জমি দেখে ফিরছিলেন। এ সময় তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন নুসরাত এবং ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তাঁর পায়ে আঘাত লেগে জখম হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সাগরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে তাঁকে খুলনায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় নুসরাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে নুসরাতের মা ফাতেমা বেগম পাল্টা অভিযোগ করে জানান, সাগর একজন মাদক ব্যবসায়ী। প্রায় দুই বছর ধরে সাগর বিভিন্নভাবে নুসরাতকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দেন সাগর। সাগরের আগে আরেকটি বিয়ে ও ছেলে-মেয়ে থাকায় তারা বিয়েতে রাজি হননি। এতে সাগর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে তাঁদের রান্নাঘর, গোয়ালঘর ও খড়ের গাঁদায় আগুন দেন। একপর্যায়ে তাদের পরিবারের সদস্যদের আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। সেই ঘটনা মিথ্যে প্রমাণিত হওয়ায় মামলাটি খারিজ হয়। আজ দুপুরে সাগর তাঁর দুই সহযোগী নিয়ে জোর করে নুসরাতকে ধরে মোটরসাইকেলে তুলতে গেলে তিনি নুসরাতকে ধরে রাখার চেষ্টা করেন। একপর্যায়ে বাধ্য হয়ে নুসরাত একটি ছোট বাংলা দা সাগরের দিকে ছুড়ে মারেন। সেটি সাগরের পায়ে গিয়ে পড়ে। এতে তিনি আহত হন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, ‘এ রকম একটি খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু সেখানে তাদের কাউকে পাওয়া যায়নি। আহতদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’