পিরোজপুরে লঞ্চঘাট থেকে ৪ কেজি গাঁজাসহ আটক ২
পিরোজপুরের ভান্ডারিয়া লঞ্চঘাট থেকে চার কেজি গাজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক করা ব্যক্তিরা মাদকব্যবসায়ী; তাঁরা হলেন—আল আমীন (৩২) ও ইউনুস বেপারী (২২)।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে আল আমীন ও ইউনুস বেপারী নামের দুই যুবক ঢাকা থেকে ভান্ডারিয়া লঞ্চঘাটে নামেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে তাঁদের আটক করে। এ সময় পুলিশ তাঁদের ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা জব্দ করে।
আটক আল আমীন কুমিল্লার চান্দিনার নলকুলির ও ইউনুস বেপারী পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠির বাসিন্দা।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান বিশ্বাস ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক আইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।