পিরোজপুরে ৭ উপজেলায় ২১৩ সাইক্লোন শেল্টার প্রস্তুত
পিরোজপুরে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় জেলার সাতটি উপজেলায় ২১৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বিকল্প আশ্রয়ের জন্য প্রস্তুত রয়েছে ১৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। সাতটি উপজেলায় একটি করে ও জেলা সদরে একটি মোট আটটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। উপজেলাগুলোতে ৬৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগ পরবর্তী সময়ে জরুরি ভিত্তিতে সেবা দেওয়ার জন্য দুই হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।
আজ শনিবার (১৩ মে) সকালে পিরোজপুরের আকাশ মেঘলা। গুমোট আবহাওয়া বিরাজ করছে। ভ্যাপসা গরম থাকলেও এখন পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি। আশ্রয় কেন্দ্রগুলোতে এখনও মানুষ যেতে শুরু করেনি। আতঙ্কিত না হয়ে সকবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলছে জেলা প্রশাসন। সতর্ক করে মাইকিং করা হচ্ছে উপকূলীয় এলাকায়। জেলার অধিকাংশ মাছ ধরার ট্রলার ইতোমধ্যেই নিরাপদ আশ্রয়ে পৌঁছেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার আগে ও পরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনগণের জানমাল রক্ষায় আমরা তৎপর।’