পি কে হালদারের সহযোগী ও তাঁর মেয়ে রিমান্ডে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের মামলায় রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ‘সহযোগী’ সুকুমার মৃধা ও তাঁর মেয়ে অনিন্দিতা মৃধাকে তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।
এর আগে আজ দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা তাঁদের ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করে তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ জুলফিকার গনমাধ্যমকে বলেন, আজ সকালে দুজনকে দুদকে তলব করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গ্রাহকদের অভিযোগের মুখে গত বছরের শুরুতেই পি কে হালদার বিদেশ পালান। গত বছরের ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।