পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়েবাড়িতে বিষাদ
দুই শিশুর নিথর দেহ বাড়ির উঠানে। বিয়েবাড়ির সব আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর গ্রামে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামনগর থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পদ্মপুকুরের পাখিমারা গ্রামের সাইফুল মোড়লের বাড়িতে বিয়ের দাওয়াতে আসে গাবুরার গাইনবাড়ির দুই চাচাতো ভাইবোন জিম (৬) ও মিম (৫)। বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে সবাই যখন ব্যস্ত তখন জিম ও মিম বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
জিম গাইনবাড়ির মনিরুল ইসলামের ছেলে এবং মিম শরিফুল ইসলামের মেয়ে। তাদের না দেখে অভিভাবকরা অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের নিজ গ্রামে নিয়ে দাফন করা হয়েছে।
মাত্র তিন দিন আগে কালিগঞ্জের নাথুয়ারবেড় গ্রামে আরও দুটি শিশু পানিতে ডুবে মারা যায়।