পুকুরে ডুবে শিশু ভাইয়ের মৃত্যু, বেঁচে গেছে ছোট বোন
দিনাজপুর সদর উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার দুই বছরের শিশু বোন অলৌকিকভাবে বেঁচে গেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের রুপন মোড় এলাকায় শংকর অটোরাইস মিলের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মোকলেস উদ্দীনের ছেলে আলী হাসান (৫)। বেঁচে যাওয়া শিশু তার ছোট বোন মিম আক্তার (২)।
এলাকাবাসী জানায়, সকালে বাড়ির পাশে ওই পুকুরপাড়ে দুই ভাইবোন খেলা করছিল। খেলার ছলে পুকুরের পানিতে বড় ভাই আলী হাসান পড়ে গেলে তার ছোট বোনও তাকে অনুসরণ করে পানিতে নামে। পরে মিলের শ্রমিক ও আশপাশের লোকজন দেখতে পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় ওই দুই ভাইবোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই বছরের শিশু মিম আক্তারের জ্ঞান ফেরাতে সক্ষম হলেও পাঁচ বছরের শিশু আলী হাসানকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।