পেকুয়ায় বাসচাপায় যুবক নিহত
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর সীমান্তবর্তী পেকুয়ার টইটং এলাকায় এস আলম সার্ভিসের বাসের চাপায় আহত হয়ে আকিব উদ্দিন আল হাসান (২১) নামের মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে দুর্ঘটনায় আহত হন আকিব উদ্দিন। পরে রাত আনুমানিক ৯টায় তাঁর মৃত্যু হয়। নিহত আকিব বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলামের ছেলে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেলে পেকুয়া থেকে মোটরসাইকেলে করে বাঁশখালী আসার পথে পেকুয়ার টইটং এলাকায় এস আলম সার্ভিসের একটি বাসের চাপায় গুরুতর আহত হন আকিব উদ্দিন। তাকে চাম্বলে বাঁশখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মৃত্যু হয় তার। এ সময় আকিবের এক বন্ধুও আহত হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘বাঁশখালীর সীমান্তবর্তী পেকুয়া এলাকায় এক যুবক আহত হয়ে চট্টগ্রামের হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে।’