পৌরসভা নির্বাচন : উত্তপ্ত ভোটের মাঠ
কেন্দ্র দখল ও ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে চলছে তৃতীয় ধাপে ৬২ পৌরসভার ভোটগ্রহণ। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় নির্বাচন ঘিরে সংঘর্ষ ও গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। এদিকে, চার পৌরসভায় অনিয়মের অভিযোগে বিএনপির মেয়র পদপ্রার্থীরা ভোট বর্জন করেছেন।
আজ শনিবার সকালে শান্তিপূর্ণভাবে দেশের ৬২ পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে ভোটের মাঠ।
এর মধ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার নির্বাচনকে ঘিরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা এ সময় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন। খবর পেয়ে চট্টগ্রাম বিভাগের ডিআইজি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার মান্দারতলা কেন্দ্রে ঢুকে দুটি ব্যালট বক্স ভাঙচুর এবং বেশ কিছু ব্যালট নিয়ে যায় দুর্বৃত্তরা। এ খবর ছড়িয়ে পড়লে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কমপক্ষে পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করেছেন।
শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা জানান, ভোট ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তবে নিয়ন্ত্রণে আসার পর আবার ভোটগ্রহণ শুরু হয়।
যশোরের মণিরামপুর পৌরসভার ৯ নম্বর বিজয়রামপুর কেন্দ্রের অদূরে এক কাউন্সিলর পদপ্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলেও অভিযোগ ওঠে।
ঝালকাঠির নলছিটি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবদুল ওয়াহেদ খানের কর্মীদের সঙ্গে বহিরাগতরা কেন্দ্র দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি বুথে মেয়র পদপ্রার্থীর ব্যালট রেখে ভোটারদের শুধু কাউন্সিলর পদপ্রার্থীদের ব্যালট দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে।
বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। তবে নৌকা প্রতীকের এজেন্টদের বিরুদ্ধে ভোটারদের ভোটদানে প্রভাব খাটানোর অভিযোগ করেছেন ভোটাররা। তবে বিএনপির মেয়র পদপ্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছেন।
গৌরনদী পৌর নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী জহির সাজ্জাদ হান্নান বলেন, ‘মেয়র পদপ্রার্থীদের জন্য যে ব্যালট, এই ব্যালট কোনো ভোটারের হাতে দেওয়া হয় না। কেবল কাউন্সিলর পদপ্রার্থীদের ব্যালটটা দেওয়া হয়। এবং মেয়র পদপ্রার্থীদের যে ব্যালটটি সেই ব্যালটটি নৌকা মার্কার যে এজেন্ট, তারা সিল মারে।’
টাঙ্গাইল সদর, মির্জাপুর, মধুপুর, ভূঞাপুর ও সখিপুর—এই পাঁচটি পৌরসভায় সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এই পাঁচটি পৌরসভায় ৯১টি কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই পুলিশ ও র্যাবের পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও ভালুকা—এই তিন পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকতার্রা।
তৃতীয়ধাপে ৬৪ পৌরসভায় ভোট গ্রহণের কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে ত্রিশাল পৌরসভার ভোট হচ্ছে না। এ ছাড়া কুমিল্লার লাকসাম পৌরসভায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানেও ভোট হচ্ছে না।