প্রকাশ্যে আ.লীগ নেতাকে অপহরণ, হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
পাবনার সুজানগরের এক আওয়ামী লীগ নেতাকে ফিল্মি স্টাইলে প্রকাশ্যে অপহরণের ঘটনা ঘটেছে। পরে হাত-পা বাঁধা অবস্থায় ওই নেতাকে উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে শহরের অনন্ত বাজার থেকে ওই নেতাকে তুলে নিয়ে ব্যাপক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বকুল বাহিনীর বিরুদ্ধে।
ভুক্তভোগী ওই আওয়ামী লীগ নেতার নাম আব্দুর রশিদ মোল্লা। তিনি উপজেলার সুলতান গেট এলাকার সাগরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে রশিদ মোল্লা চিকিৎসা করাতে সিএনজিচালিত অটোরিকশায় পাবনায় রওনা দেন। পথিমধ্যে প্রতিপক্ষ বকুল বাহিনীর লোকজন অনুসরণ করে। পরে পাবনা শহরের অনন্ত বাজার পৌঁছালে একদল সন্ত্রাসী অটোরিকশাটির গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তারা রশিদ মোল্লাকে নামিয়ে অপহরণ করে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন উদ্ধার হওয়া রশিদ মোল্লা বলেন, ‘বকুল বাহিনী সদস্য রাজু, মানিক, হালিম, মৃদুল, লোকমান, নয়ন, হালিম ও লেবু হাজি রড ও জিআই পাইপ দিয়ে আমাকে বেধরক মারপিট করে। এরপর আহত অবস্থায় শহরের বাইপাস এলাকায় নামিয়ে দেয়।’
বর্তমানে রশিদ মোল্লা পাবনা জেনারেল হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা এ ধরনের একটি খবর পেয়ে তাৎক্ষণিক শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে উদ্ধারের চেষ্টা করি। পরে জানতে পারি সন্ত্রাসীরা তাঁকে শহরের বাইপাসে হাত-পা বাঁধা অবস্থায় সন্ত্রাসীরা তাকে ফেলে রেখে গেছে। দুপুর ২টার দিকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’