প্রজনন ছাড়াই ১৪ মাসের বাছুরের দুধ দান!
অবিশ্বাস্য হলেও সত্য, প্রজনন ছাড়াই ১৪ মাসের বকনা বাছুর দুধ দেওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামে।
সংশ্লিষ্টরা জানান, সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চল মাহমুদপুর দক্ষিণপাড়ার কৃষক আজমত মোল্লার বাড়িতে পোষা কালো রঙের ১৪ মাসের একটি বকনা বাছুর কয়েক দিন ধরে দুধ দিচ্ছে।
বিষয়টি জানাজানি হলে বাছুরটিকে দেখার জন্য সাঁথিয়ার বিভিন্ন গ্রাম থেকে মানুষ ভিড় জমাচ্ছে।
এমন খবর পেয়ে সাঁথিয়া প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক আজমতের বাড়িতে গেলে তিনি সাংবাদিকদের সামনে এই বাছুরের দুধ দোয়াতে থাকেন।
এ ব্যাপারে জানতে চাইলে আজমত মোল্লা বলেন, ‘কিছুদিন থেকে বাছুরটির চলাফেরা, ওঠা-বসা, খাওয়া অস্বাভাবিক মনে হচ্ছিল। গরুটির ছোট দুধের বানগুলো দিনকে দিন যেন ফুলে উঠছিল। পরে আস্তে আস্তে দুধের বানগুলো টানতে থাকলে দুধ বেড়িয়ে আসতে থাকে।’
আজমত আরও বলেন, ‘গত আট থেকে ১০দিন ধরে প্রতিদিন প্রায় এক কেজি করে দুধ হচ্ছে বাছুরটির।’
এ ব্যাপারে স্থানীয় পশু চিকিৎসক পরেশ চন্দ্র বলেন, ‘হরমোনজনিত কারণে গর্ভবতী ছাড়াই দুধ হতে পারে।’